Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ফ্রন্ট ডেস্ক

ন্যাশনাল ই-সার্ভিস সিস্টেম (NESS) বাস্তবায়নের নিমিত্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট এ স্থাপিত ফ্রন্ট ডেস্ক ২৪ জুলাই ২০১৪ খ্রিস্টাব্দ সকাল ১১.০০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত, এম পি শুভ উদ্বোধন করেন।

ন্যাশনাল ই-সার্ভিস সিস্টেম (NESS) সরকার কর্তৃক প্রদানকৃত সকল সেবাসমূহ প্রদানের একটি ইলেক্ট্রনিক সিস্টেম। ডিজিটাল বাংলাদেশ রূপায়নের পথে বিশ্বমানের অফিস পদ্ধতি প্রণয়ন, জনগলের দোরগোড়ায় নয় বরং হাতের মুঠোয় সেবা পৌঁছানো এবং পেপার লেস অফিস প্রবর্তনের প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম কর্তৃক NESS প্রতিষ্ঠিত হয়। এই সিস্টেমকে বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ও এটুআই প্রোগ্রাম থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি করে ফ্রন্ট ডেস্ক স্থাপনের নির্দেশনা পাওয়া যায়। এ প্রেক্ষিতে এ ফ্রন্ট ডেস্কটি স্থাপন করা হয়েছে। বর্তমানে ফ্রন্ট ডেস্ক থেকে দাপ্তরিক পত্রসমূহ ই-ফাইলে (নথি) আপলোড করা হচ্ছে।

ফ্রন্ট ডেস্ক এ সম্পাদিত কার্যাবলী:

  • নাগরিক কর্তৃক দাখিলকৃত পত্রাদি গ্রহণ করা হবে;
  • সকল প্রকার দাপ্তরিক পত্রাদি গ্রহণ করা হবে;
  • প্রাপ্ত পত্রাদির প্রাপ্তিস্বীকার প্রদান করা হবে;
  • প্রাপ্ত পত্রের ভিত্তিতে অফিস কর্তৃক গৃহীত কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে এবং
  • প্রাপ্ত পত্রাদি গ্রহণের নিমিত্ত ইলেক্ট্রনিক পদ্ধতিতে ন্যাশলাল ই-সার্ভিস সিস্টেম এ অন্তর্ভূক্ত করা হবে।
  •  

ফ্রণ্ট ডেস্কের ফোন নম্বরঃ

ই-মেইল ঠিকানাঃ divcomsylhet@mopa.gov.bd

ফ্রণ্ট ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবী ও ফোন নম্বর

ক্রঃ নং

নাম

পদবী

ফোন নম্বর

০১

জনাব মাখন চন্দ্র সূত্রধর

সিনিয়র সহকারী কমিশনার (সংস্থাপন)

০২৯৯৬৬৪৩৪৩১


ফ্রণ্ট ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর নাম, পদবী ও ফোন নম্বর

ক্র.নং.
নাম 
পদবী
ফোন নম্বর 
০১
অচ্যুৎ মহারত্ন 
উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা
০১৭৩৯৬৬৭৯৬১
০২ 
জিপু রায়
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
০১৭৬২৯১৪১৭৪