২৮ অক্টোবর ২০১৫ তারিখ বিকাল ০৩:৩০ ঘটিকায় জনাব এমডি আল আমীন, অতিরিক্ত কমিশনার (সার্বিক), সিলেট বিভাগ, সিলেট এর সভাপতিত্বে আঞ্চলিক চোরাচালান মামলা মনিটরিং সেল এর ১২৮ তম সভা বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট এঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
সদস্যগণ
১। উপ-মহাপুলিশ পরিদর্শক, সিলেট রেঞ্জ, সিলেট।
২। পুলিশ কমিশনার, এসএমপি, সিলেট।
৩-৬। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট/সুনামগঞ্জ/হবিগঞ্জ/মৌলভীবাজার।
৭-৮। প্রতিনিধি, সেক্টর কমান্ডার, বিজিবি, সিলেট/শ্রীমঙ্গল।
৯। উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট।
১০। সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা, কাস্টমস বিভাগ, সিলেট।
১১। বিজ্ঞ বিশেষ পিপি, বিশেষ ট্রাইব্যুনাল নং-৫, সিলেট।
১২-১৪। বিজ্ঞ পিপি, চোরাচালান রোধ সম্পর্কিত আদালত, সুনামগঞ্জ/হবিগঞ্জ/মৌলভীবাজার।
ফাইল
সভার নোটিসসমূহ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট।
(সাধারণ শাখা)
www.sylhetdiv.gov.bd
০৩ কার্তিক ১৪২২
স্মারক নম্বর: ০৫.৬০.০০০০.০০৫.০৬.০২৬.১৩.৯১৫(১৪) তারিখ:------------------------
১৮ অক্টোবর ২০১৫
নোটিশ
আঞ্চলিক চোরাচালান মামলা মনিটরিং সেল এর ১২৮তমসভা আগামী ২৮/১০/২০১৫খ্রিস্টাব্দতারিখ সকাল ১০.৪৫ঘটিকায়বিভাগীয় বহুতল ভবনের নীচতলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় কমিশনার, সিলেট বিভাগ, সিলেট ও আহবায়ক, আঞ্চলিক চোরাচালান মামলা মনিটরিং সেল সভাপতিত্ব করবেন।
আঞ্চলিক চোরাচালান মামলা মনিটরিং সেল এর ১২৭তমসভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নঅগ্রগতি প্রতিবেদন আগামী ২২/১০/২০১৫খ্রিস্টাব্দ তারিখের মধ্যেএ অফিসেপ্রেরণ নিশ্চিতক্রমে উক্ত সভায় সংশিস্নষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করাহলো।
স্বাক্ষরিত/-
(মো: সফি উল্লাহ)
সহকারী কমিশনার (সাধারণ)
ফোন: ০৮২১-৮৪০০০৫
বিভাগীয় প্রশাসনের শাখা
সাধারণ শাখা