Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

দেশের ৬ষ্ঠ বিভাগ হিসেবে ৪টি জেলা নিয়ে ০১ আগস্ট ১৯৯৫ তারিখে সিলেট বিভাগের যাত্রা শুরু হয়। ঐতিহ্যগতভাবে সিলেট বিভাগ অত্যন্ত সমৃদ্ধও প্রাকৃতিক সম্পদে ভরপুর। এ বিভাগে রয়েছে শাহজালাল (র:) ও হযরত শাহপরান (র:)সহ ৩৬০ আউলিয়ার মাজার, শ্রী চৈতন্যের জন্মস্থান, হাকালুকি, টাংগুয়ার হাওরসহ বিপুল জলাভূমি, মাধবকুন্ড ও হামহাম জলপ্রপাত, চা-বাগানসহ অনেক দর্শনীয় স্থান। এ বিভাগে জন্মগ্রহণ করেছেন প্রখ্যাত সাধক হাছন রাজা, রাধারমন, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর এম এ জি ওসমানীসহ অনেক জ্ঞানী ও গুণী ব্যক্তিত্ব। এ সকল বিষয়ে বিস্তারিত তথ্যাদিসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি জেলা ও বিভাগীয় ওয়েব পোর্টালে সন্নিবেশিত হয়েছে।

সিলেট বিভাগীয় ওয়েব পোর্টালের মাধ্যমে সিলেট বিভাগ সারা বিশ্বে পরিচিতি পাবে। এ পোর্টালের মাধ্যমে একদিকে যেমন বিভাগীয় পর্যায়ের অফিসসমূহ সম্পর্কে জনগণ ধারণা পাবেন তেমনি জেলা, উপজেলা ও ইউনিয়ন ওয়েব পোর্টালেও প্রবেশ করতে পারবেন। আমি বিশ্বাস করি, এর মাধ্যমে বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় পর্যায়ে সরকারী অফিসসমূহের কাজের গুণগতমান বৃদ্ধিসহ গতিশীলতা, দক্ষতা ও স্বচ্ছতা আসবে। সময়ের পরিক্রমায় এটি আরো তথ্যবহুল হবে বলে আমি আশা করি।

সিলেট বিভাগীয় পোর্টালে প্রবেশের জন্য আপনাকে ধন্যবাদ।

 

আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব)
সিলেট বিভাগ।